Featured Reviews


Frequently mentioned in reviews: Railway (14) Pritilata (14) British (11) European (10) office (10) Bangladesh (9) Club (8) school (7) Historical (6) museum (6)
Reviews are sorted by relevance, prioritizing the most helpful and insightful feedback at the top for easier reference.
  • 4/5 Nazmul Hasan L. 2 years ago on Google • 13 reviews
    Historical place. Good environment and architecture.
    7 people found this review helpful 👍

  • 4/5 Tarek T. 5 months ago on Google • 609 reviews
    Historical place under Pahartali. Historical museum operated by Chittagong division of Bangladesh Railway.

  • 5/5 Alim Z. 2 years ago on Google • 38 reviews
    Historical European Architecture. Cradle for independence movement of India from British régime. This Club was attacked in 1932 by patriots against derogatory racism and injustice by putting signboard quoting "Dogs and Indians not allowed." After Independence of India and subsequently Bangladesh, it was used as a Railway Office. Now at present its preserved as a Memorial Museum.
    3 people found this review helpful 👍

  • 5/5 Saad A. 6 years ago on Google
    This is really a historical place , it should be a museum or at least a landmark should be in front of the place.
    3 people found this review helpful 👍

  • 4/5 kazi r. 5 years ago on Google
    historical place! The name of the club is changed now as Bir konna pritilota wededdar smriti Museum! although this is named as museum but practically this is an engineering office of Bangladesh Railway East. However, the place is neat and clean, very calm and quiet surrounded with big trees and hills.
    2 people found this review helpful 👍

  • 5/5 Al Riaz U. 3 years ago on Google
    (Translated by Google) One of the historical places of Chittagong. Here is the memorial museum named after the heroine Pritilata Waddedar. (Original) চট্টগ্রামের অন্যতম ঐতিহাসিক স্থান। এখানেই বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার নামক স্মৃতি জাদুঘর অবস্থিত।
    2 people found this review helpful 👍

  • 5/5 zeehad 8 months ago on Google • 142 reviews
    Near railway school Pahartali Chittagong, you can visit here when you free. This is a beautiful place For spend quality time
    1 person found this review helpful 👍

  • 4/5 Syed Yasir A. 1 year ago on Google • 70 reviews
    Old heritage of British empire and Bangladesh Railway. This is the place where revolutionary Preti lota, Master Da Surjo Sen along with many freedom fighters attacked against british rulers.
    1 person found this review helpful 👍

  • 4/5 Syeda Sharmin A. 4 years ago on Google
    A historical place where you learn how our culture was & what we use that time
    1 person found this review helpful 👍

  • 4/5 Jahangir A. 6 years ago on Google
    Earlier this place was used as an European club where mastarda surjo sen attacks destroyed rifle vaults. Now it used as head of engineer office of Bangladesh Railway east region.
    1 person found this review helpful 👍

  • 5/5 Apurba B. 1 year ago on Google
    Historical place.
    1 person found this review helpful 👍

  • 5/5 Sheikh A. 3 months ago on Google • 98 reviews New
    Local heritage site from the British Raj English colonial era of British India. Such glorious past.

  • 5/5 Samshed A. 8 months ago on Google • 67 reviews
    European Club Chittagong established during British India Period at Pahartali besides Bangladesh Railway High school which is now used as a railway office. European Club was an entertaining place for British railway officials which was prohibited for Native indian. Some say that there were hanged written notice board mentioning "Dogs & indians are not allowed!" At the risen of chittagonian youths rebel against British ruling Pritilata waddedar & her fellow men attacked European Club at 1930 by bomb blast. At her flew she got Cyanide to avoid British capture & died at spot.

  • 5/5 Shahik Al Faruk C. 3 months ago on Google • 60 reviews New
    European Club Chittagong, indissolubly linked with anti British rule and sacrifice of Pritilata Waddedar and Master Da Surja S'en and fellow warriors against British Raj. Once "Dogs and Indians" were not allowed here but sacrifice of the incalculable number of heroes has given us independence that we enjoy today.

  • 5/5 muhammad h. 5 months ago on Google • 6 reviews
    This is one of the historical places of Chattogram. A glorious event related to this European Club. Revolt against British Bengal Presidency & many other events are related to this.

  • 5/5 nizam u. 7 months ago on Google
    Computer sales & Service Centre.

  • 4/5 S.M Azizul Hasan j. 2 years ago on Google
    Fantastic

  • 5/5 Alamgir H. 4 months ago on Google • 5 reviews
    My childhood time belongs to this area near my high school and I really love the places

  • 5/5 MD Faysal Hosain 3. 1 year ago on Google
    Wow

  • 5/5 Jayanta B. 1 year ago on Google
    Forgotten revolution and sacrifice

  • 4/5 Kaisar Amin S. 2 years ago on Google
    A nice place

  • 4/5 PRANTO M. 6 years ago on Google
    Historic place

  • 5/5 Chris B. 5 years ago on Google
    Very Historical Place! Whenever i see this,it reminds me of our great fights!

  • 4/5 Asifuzzaman R. 5 years ago on Google
    Now a Railway Office

  • 5/5 Mohammad Z. 4 years ago on Google
    Very nice place.

  • 5/5 Rahim M. 4 years ago on Google
    (Translated by Google) On September 27, it will be nine and a half, with revolutionary friends from the clubhouse showing attack. Leader Pritilata directed the attack. The revolutionary brothers jumped together on the clubhouse. Frequent fires and bombs shook the quadrangle. Revolutionaries returned to the crematorium of the Lord, turning the procession of songs into cremation ground. Ferrini is just one, Pritilata Wadhedar, the leader of the brave expedition of that day. ' In one of his writings, Bireshwar Rai gives details of the attack on the then European club on September 12. He also actively participated in the operation that day under the leadership of Pritilata. Witnessing the golden age of the anti-British movement, the European Club of that day is now the office of the Divisional Engineer of the Bangladesh Railway East. Within minutes walk of the Ambalagan Railgate in the hills, the European Club or the Railway Divisional Engineer's office. The home of the bungalow pattern is provided by the tin canvas. The name of the office will be visible after the gate. Underneath the blade is the main door surrounded by a white grill. The auditorium is then drawn up. At the Railway Divisional Engineer's office last Tuesday morning, it was found that five to six officers were working on the file sheet at the Auditorium. The floor of this room is made of thick wooden planks. It was learned that this was the club's dance hall. After this house there is another small house. There used to be a billiard game. Now this house is the design branch of the office. Chief Assistant of the office Shafiqur Rahman said people often come to see this historic building. Office Assistant Badal Chandra De said, “We want to take initiative to save the building. The younger generation will know the exact history. ” Deputy engineer Khandaker Golam Mostafa said, "The main building has not been changed without the construction of the grill at the front entrance. Apart from this, there was no border crossing around the building. The roof made of large wooden planks is about 20 feet high from the floor. Large iron legs hanging on ceilings with hand drawn wings. ' A panel on the front wall of the building briefly details the historical events that took place here. There, the date of the demise of Preetilata is mentioned on 23 September. The two monuments on the roadway have the same date. While the warrior's warrior, Kalpana Dutt, Bireshwar Roy and Purnendu Dastidar have written in the book, it happened between 9am and 9pm on September 26th. Pahartali Railway School is next to this building. The monument is visible as soon as it comes out of the gate of the school. But how much do the students of this school know Pritilata? At the school, it was found that classes of different classes were going on. When asked about eighth and tenth grade students, everyone answers, 'I know Pritilata.' But no one could say exactly why Pritilata was famous. Shamsul Huda, the head teacher of the school, said that Pritilata's sacrifice was not celebrated as a day. However, the students have been informed at different times. "We are responsible for the young generation that does not know Pritilata," Begum Mushtari Shafi, the organizer of the War of Liberation, said in this regard. He urged the government and the railway authorities to come forward. Historian and researcher Shamsul Hossain said that the Railway Divisional Engineer's office should be turned into a museum to commemorate Pritilata. For this, proper survey and data collection work should be started. Nur Mohammad, chief engineer of Bangladesh Railway East, said, “Pritilata is our pride. Railways will cooperate in preserving his memory. ” Yusuf Ali Mridha, general manager of Bangladesh Railway East, said in the first light, "No proposal has come from the government to commemorate the demise of the museum. If the proposal is proposed, the railway will consider it and cooperate. ' It is clear how important it is to preserve the memory of Pritilata after talking to the agile seller Monir Uddin. He has been selling jatpati beside the memorial for the last six years. Asked whether he had heard Pritilata's name, he replied yes. Her firm and clear reply is, 'Pritilata is the daughter of America.' (Original) ২৪ সেপ্টেম্বর, রাত তখন সাড়ে নয়টা হবে, ক্লাবঘর থেকে বিপ্লবী বন্ধু আক্রমণের নিশানা দেখাল। নেত্রী প্রীতিলতা নির্দেশ দিলেন আক্রমণের। বিপ্লবী ভাইয়েরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে ক্লাবগৃহের ওপর। ঘন ঘন গুলি ও বোমার আওয়াজে চত্ব্বরটি কেঁপে উঠল। সাহেবদের নাচের আসরকে, গানের জলসাকে শ্মশানে পরিণত করে দিয়ে বিপ্লবীরা ফিরে এসেছিল। ফেরেনি শুধু একজন, সেদিনকার দুঃসাহসী অভিযানের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার।’ ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর তৎকালীন ইউরোপিয়ান ক্লাবে হামলার এই বিবরণ দিয়েছেন বীরেশ্বর রায় তাঁর এক লেখায়। প্রীতিলতার নেতৃত্বে সেদিন তিনিও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এই অভিযানে। ব্রিটিশবিরোধী আন্দোলনের স্বর্ণযুগের সাক্ষী সেদিনকার ইউরোপিয়ান ক্লাব এখন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়। পাহাড়তলীর আমবাগান রেলগেট পার হয়ে মিনিট দশেক হাঁটলেই ইউরোপিয়ান ক্লাব বা রেলওয়ের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়। টিনের ছাউনি দেওয়া বাংলো প্যাটার্নের বাড়ি। ফটক পেরোলেই চোখে পড়বে কার্যালয়ের নামফলক। ফলকের নিচে সাদা গ্রিলে ঘেরা মূল দরজা। এরপর টানা বারান্দাযুক্ত মিলনায়তন। গত মঙ্গলবার সকালে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে দেখা গেল, পাঁচ-ছয়জন কর্মকর্তা ফাইলপত্র নিয়ে কাজ করছেন সুপরিসর মিলনায়তনে। মোটা কাঠের পাত দিয়ে এই কক্ষের মেঝে তৈরি। জানা গেল এটি ছিল ক্লাবের নাচঘর। এই ঘরটির পর আছে আরও একটি ছোট ঘর। সেখানে বিলিয়ার্ড খেলা হতো। এখন এই ঘরটি কার্যালয়ের নকশা শাখা। কার্যালয়ের প্রধান সহকারী শফিকুর রহমান জানান, ঐতিহাসিক এই ভবন দেখতে প্রায়ই লোকজন আসেন। অফিস সহকারী বাদল চন্দ্র দে বলেন, ‘আমরা চাই ভবনটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক। এতে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে।’ উপসহকারী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, ‘সামনের প্রবেশপথে গ্রিল নির্মাণ করা ছাড়া মূল ভবনে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। এ ছাড়া ভবনের চারদিকে সীমানাপ্রাচীরও তখন ছিল না। কাঠের বড় বড় পাল্লা দিয়ে তৈরি ছাদ মেঝে থেকে প্রায় ২০ ফুট উঁচু। সিলিংয়ে বড় লোহার পাতে ঝুলত হাতে টানা পাখা।’ ভবনের সামনের দেয়ালে একটি ফলকে সংক্ষিপ্তভাবে এখানে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে। সেখানে প্রীতিলতার আত্মাহুতির তারিখ উল্লেখ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর। রাস্তার মোড়ের দুটি স্মৃতিফলকেও একই তারিখ লেখা আছে। অথচ সেই প্রীতিলতার সহযোদ্ধা বিপ্লবী কল্পনা দত্ত, বীরেশ্বর রায় ও পূর্ণেন্দু দস্তিদারের বইতে লেখা আছে, ২৪ সেপ্টেম্বর রাত নয়টা থেকে ১০টার মধ্যে এই ঘটনা ঘটেছে। এই ভবনের পাশেই পাহাড়তলী রেলওয়ে স্কুল। বিদ্যালয়টির ফটক থেকে রাস্তায় বের হলেই চোখে পড়ে এই স্মৃতিফলক। কিন্তু এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটুকু চেনে প্রীতিলতাকে? বিদ্যালয়ে গিয়ে দেখা গেল, বিভিন্ন শ্রেণীর ক্লাস চলছিল তখন। অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রশ্ন করা হলে সবাই উত্তর দেয়, ‘প্রীতিলতাকে চিনি।’ কিন্তু কী কারণে প্রীতিলতা বিখ্যাত তা ঠিকভাবে বলতে পারল না কেউই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হুদা জানান, প্রীতিলতার আত্মাহুতি দিবস সরকারি দিবস নয় বলে পালন করা হয় না। তবে শিক্ষার্থীদের প্রীতিলতা সম্পর্কে বিভিন্ন সময়ে জানানো হয়েছে। মুক্তিযুদ্ধের সংগঠক লেখিকা বেগম মুশতারী শফী এ প্রসঙ্গে বলেন, ‘তরুণ প্রজন্ম যে প্রীতিলতাকে চেনে না এর জন্য আমরাই দায়ী।’ তিনি আগামী প্রজন্মের স্বার্থে প্রীতিলতার স্মৃতিবিজড়িত ইউরোপিয়ান ক্লাবকে জাদুঘরে পরিণত করার দাবি জানান। এ জন্য সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইতিহাসবিদ ও গবেষক শামসুল হোসেন জানান, প্রীতিলতার স্মরণে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়কে জাদুঘরে পরিণত করা উচিত। এ জন্য যথাযথ জরিপ ও তথ্য সংগ্রহের কাজ শুরু করতে হবে। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী নুর মোহাম্মদ বলেন, ‘প্রীতিলতা আমাদের গর্ব। তাঁর স্মৃতি সংরক্ষণের ব্যাপারে রেলওয়ে সহযোগিতা করবে।’ বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘প্রীতিলতার স্মরণে জাদুঘর করার বিষয়ে কোনো প্রস্তাব সরকারের পক্ষ থেকে আসেনি। এ ব্যাপারে প্রস্তাব দেওয়া হলে রেলওয়ে তা বিবেচনা করবে এবং সহযোগিতা করবে।’ প্রীতিলতার স্মৃতি সংরক্ষণ কতটুকু জরুরি তা স্পষ্ট হলো চটপটি-বিক্রেতা মনির উদ্দিনের সঙ্গে কথা বলার পর। স্মৃতিফলকের পাশেই গত ছয় বছর ধরে চটপটি বিক্রি করছেন তিনি। প্রীতিলতার নাম শুনেছেন কিনা এমন প্রশ্ন করতেই হ্যাঁ-সূচক জবাব দিলেন তিনি। তাঁর দৃঢ় ও স্পষ্ট জবাব, ‘প্রীতিলতা আমেরিকার মেয়ে।’

  • 5/5 Taohidur R. 3 years ago on Google
    (Translated by Google) Pritilata Memorial Museum (Original) প্রীতিলতা স্মৃতি যাদুঘর


Open on Google Maps

Trends



Last updated:

Similar Historical landmarks nearby

Last updated:
()